পুরান ঢাকায় আবার আগুন!

3
9

নিউজ ডেস্ক

আগুন লেগে পুরান ঢাকার শহীদনগরে প্রায় ১৮টি দোকান ঘর পুড়েছে। শনিবার (২৩ মার্চ) রাত ৯টা ৩২ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের মতে, অটোরিকশার গ্যারেজ থেকে এই আগুন লাগে। আবার অনেকে বলছেন চুড়ি অথবা কাগজ তৈরির কারখানা থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। রাত ১১টার দিকে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন মানুষের দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলালউদ্দিন অগ্নিকাণ্ডে শহীদনগরে ১৮টির মতো দোকান ও ঘর পুড়ে যাবার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান-ঘরের মধ্যে ছিল ছয়টি ছোট চুড়ির কারখানা, দুটো অটোরিকশার গ্যারেজ, একটি মেস এবং হার্ডওয়্যার ও ওয়ালটন ইলেকট্রনিকসের দোকান। উল্লেখ্য, এবছর গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ৭১ জন নিহত হন।