শহীদ দিবস উপলক্ষ্যে নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ

6
12

স্টাফ রিপোর্টার

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নড়াইলে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ নড়াইল শাখার উদ্যোগে ৬০ হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন কার্যালয়ে রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেন নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক আব্দুল মান্নান।

এসময় হামদর্দ ল্যাবরেটরীজ নড়াইল শাখার সহকারী মেডিকেল অফিসার হাকীম সিদ্ধার্থ কুমার বিশ্বাস, শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

হামদর্দ ল্যাবরেটরীজ নড়াইল শাখার সহকারী মেডিকেল অফিসার হাকীম সিদ্ধার্থ কুমার বিশ্বাস জানান, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরই হামর্দদ ল্যাবরেটরীজ এর পক্ষ থেকে অসহায় দুঃস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষুধ প্রদান করা হয়। আগামীতেও এ চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।