নড়াইল পুলিশ লাইন্স স্কুলে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

4
11

 

স্টাফ রিপোর্টার

নড়াইল পুলিশ লাইন্স স্কুলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের (পিপিএম-বার) স্ত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দীনসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সভাপতি নাহিদা আক্তার চৌধুরী সুমি বলেন, নড়াইল পুলিশ লাইন্স স্কুলে শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া এখানে কম খরচে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ; তাই এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা খুবই জরুরি। এ ব্যাপারে শুধু শিক্ষকরাই নয়, অভিভাবকদেরকেও সজাগ থাকতে হবে।