ক্যান্সার রোগীদের জন্য ক্রিকেট খেলল মাশরাফীর রংপুর রাইডার্স

0
57

স্পোর্টস ডেস্ক

ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন রংপুর রাইডার্সের ক্রিকেটররা। “ক্রিকেট ফর ক্যান্স্যার” শীর্ষক চ্যারিটেবল ম্যাচে অধিনায়ক  মাশরাফী বিন মোর্ত্তজার বিপিএলের দলের ক্রিকেটেররা বিভিন্ন দলে ভাগ হয়ে খেলেছেন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ক্যান্সারে সচেতনতা তৈরি ও রোগে আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য এ ম্যাচের আয়োজন করা হয়।

মাশরাফীর পাশাপাশি সেখানে ছিলেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সসহ পুরো রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এসময় অধিনায়ক বলেন, “যারা ক্যান্সারে আক্রান্ত আছেন তাদের সহযোগিতা করতে পারা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়।” এই মহৎ উদ্যোগের জন্য তিনি রংপুর রাইডার্সকে কৃতজ্ঞতা জানান। সেখানে দলের প্রধান নির্বাহী ইসতিয়াক সাদেক বলেন, এখন থেকে ক্যান্সার রোগীদের পাশে থাকবে রংপুর রাইডার্স। দলের কোচ টম মুডি বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।