ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত, ২০ হাজার টাকা জরিমানা

48
6

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি দোকান কে বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, বিভিন্ন ঔষধ কোম্পানির ডাক্তারদের উদ্দ্যেশে দেওয়া ফিজিসিয়ান স্যাম্পল (ঔষধ) অবৈধভাবে  বিক্রির অভিযোগ পেয়ে শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারে দুই ঔষধ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ শেখ আহসান উল্লাহ ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন শাহজাদপুরে  বিভিন্ন ঔষধের দোকানে তল্লাশি চালান। এসময় তারা মনিরামপুর বাজারের রাখিমনি ফার্মেসী ও  সিটি মেডিকেল থেকে বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ফিজিসিয়ান স্যাম্পল (ঔষুধ ) জব্দ করেন।

উপজেলা নির্বাহী অফিসার  মোঃ নাজমুল হুসেইন খাঁন ভ্রাম্যমান আদালত বসিয়ে  ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে রাখিমনি ফার্মেসীকে ১৫  হাজার টাকা ও সিটি মেডিকেলকে  ৫ হাজার টাকা জরিমানা করেন।