মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নগরীতে গোলাগুলিতে ১৪ জন নিহত

4
7

ডেস্ক রিপোর্ট

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জুয়ারেজ নগরীতে শনিবার তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। মাদকচক্র সংক্রান্ত সংঘর্ষ ও সহিংসতার জন্য নগড়ীটির কুখ্যাতি রয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।

এএফপি’র বরাত দিয়ে নিরাপত্তা কর্মকর্তারা আরো জানান, নগরীর দক্ষিণ প্রান্তে একটি হামলার ঘটনা ঘটে। সেখানে আট ব্যক্তি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত ও অপর দুই জন আহত হয়।

প্রায় একই সময়ে নগরীর মধ্যাঞ্চলের একটি নাপিতের দোকানে পাঁচ জন ফুটবল ম্যাচ দেখছিলেন। এমন সময় একটি নীল রংয়ের ভ্যানে এসে একদল লোক তাদের গুলি করে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এর কয়েকঘন্টা আগে ভোরবেলা নগরীর মধ্যাঞ্চলের একটি উপকণ্ঠে পার্টি চলাকালে সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এই নিয়ে শুধু এই মাসেই ১২৮ জনকে হত্যা করা হল।

Pic: tasnimnews