বিতর্কিত কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার ভরাডুবি

363
58

‌‌‌‌‌‌‌‌‌‌ডেস্ক রিপোর্ট

বল টেম্পারিং-এর কেলেঙ্কারিতে পুরো উলোটপালট হয়ে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নেতৃত্বে বদল, খেলা চলার মাঝেই এলো পদত্যাগী অধিনায়কের নিষেধাজ্ঞার খবর। সব মিলিয়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। কলঙ্কিত এ ম্যাচে ৩৩২ রানের বড় হারের লজ্জা মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে এ জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

জয়ের লক্ষ্য ছিল ৪৩০ রানের। এ রান তাড়া করে জিততে বিশ্বরেকর্ডই করতে হতো অস্ট্রেলিয়াকে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিই যে ৪১৮ রানের। ২০০২-০৩ মৌসুমে সেন্ট জোন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জয় পাওয়া জন্য এক কলঙ্কের অধ্যায় সৃষ্টি করে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া অলআউট হয়ে গেছে ৩৯.৪ ওভারেই, মাত্র ১০৭ রানে। টেম্পারিং কলঙ্কে নেতৃত্ব হারানো অধিনায়ক স্টিভেন স্মিথ করেন ৭ রান। আর যাকে দিয়ে টেম্পারিংটা করানো হয়েছে, সেই বেনক্রফট রানআউটের কবলে পড়েন ২৬ রান করে।

এরআগে, ৩য় টেস্টে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডিন এলগারের অপরাজিত ১৪১ রানের কল্যানে ৩১১ রানে অল আউট হয়। এছাড়া ডি ভিলিয়ার্স ৬৪ রান করে। অসিদের পক্ষে প্যাট কামিন্স ৪ উইকেট দখল করে।

জবাবে, ১ম ইনিংসে অস্ট্রেলিয়া ওপেনার ব্যানক্রফটের ৭৭ এবং শেষের দিকে নাথান লিওনের ৪৭ রানের সুবাদে ২৫৫ রানেই অল আউট হয়ে যায়। ফলে ১ম ইনিংসে ৫৬ রানের লিড পায় প্রোটিয়ারা। স্বাগতিকদের পক্ষে রাবাদা এবং মর্কেল ৪টি করে উইকেট দখল করে।

২য় ইনিংসে স্বাগতিকদের পক্ষে মার্করম, ভিলিয়ার্স, ডি কক এবং ফিল্যান্দারের অর্ধশতকে ৩৭৩ রানে অল আউট হয়। ফলে অসিদের সামনে ৪৩০ রানের বিশাল লক্ষ্য দাড় করায় স্বাগতিকরা।

৪৩০ রানে লক্ষে খেলতে নেমে মর্কেলের বোলিং তোপে মাত্র ১০৭ রানে অল আউট হয়ে যায় অসিরা। ফলে ৩৩২ রানের বড় পরাজয়ের শিকার হয় সফরকারিরা। মর্কেল ৫ উইকেট দখল করে।

এর আগে ‌‌‌‌‌‌‌‌‌‌বল টেম্পারিং-এর অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ম্যাচের দায়িত্ব পালন করেন টিম পেইন।

সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্ট শুরু আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১১/১০ (এলগার ১৪১*, ভিলিয়ার্স ৬৪; কামিন্স ৭৮/৪)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫৫/১০ (ব্যানক্রফট ৭৭; রাবাদা ৯১/৪, মর্কেল ৮৭/৪)

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৭৩/১০ (মার্করম ৮৪, ডি ভিলিয়ার্স ৬৩, ডি কক ৬৫, ফিল্যান্ডার ৫২*; হেইজেলউড ৩/৬৯, কামিন্স ৩/৬৭, লায়ন ৩/১০২)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩০) ১০৭/১০ (ব্যানক্রফট ২৬, ওয়ার্নার ৩২; মর্কেল ৫/২৩, মহারাজ ২/৩২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৩২২ রানে জয়ী

ম্যাচ সেরা: মর্নে মর্কেল

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে এগিয়ে।

Pic: REUTERS