নড়াইলে ওষুধের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়ার অভিযোগে মানববন্ধন

414
54

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় ওষুধের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার (২৪ মার্চ) দুপুরে লোহাগড়া থানা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্থ ওষুধ ব্যবসায়ী এস এম জাকির হোসেন ও নাজমা বেগমসহ অন্যরা জানান, নিয়মনীতি মেনে প্রায় ২০ বছর যাবত লোহাগড়া থানা সড়কে জেলা পরিষদের জায়গায় নিজেদের খরচে দোকানঘর তৈরি করে তারা ব্যবসা করে আসছিলেন। এখানে ছয়টি ওষুধের দোকান, ইলেকট্রনিক্স দোকান, দন্ত চিকিৎসা কেন্দ্রসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিন্তু বিনা নেটিসে অতর্কিত ভাবে শুক্রবার ভোরে ১২টি দোকান ভেঙ্গে দেয়া হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। লোহাগড়া পৌরসভার লক্ষীপাশার গোলাম মোরশেদ, মনিরুজ্জামান বাচ্চু, সালেক মুন্সী, আরিফ শেখসহ প্রায় ২০ জন অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদের দোকানঘর ভেঙ্গে দেয়। এ সময় দোকান থেকে ওষুধসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অভিযোগ করেন।

ক্ষতিগ্রস্থরা আরো জানান, অভিযুক্তরা বিনা নোটিশে তাদের দোকানঘর ভেঙ্গে দিয়েছে। এখন নিজ স্থানে পুনর্বহালের দাবি জানান তারা। এদিকে, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে লক্ষীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি গোলাম মোরশেদসহ অন্যরা দাবি করে বলেন, ওই ব্যবসায়ীদের আমরা ছয় মাস আগে নোটিশ দিয়েছি। এই জায়গাটি কিছু অংশ মসজিদের এবং কিছু অংশ জেলা পরিষদের। মসজিদ মার্কেট নির্মাণের জন্য দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান জানান, বেআইনি ভাবে দোকানঘরগুলো ভেঙ্গে ফেলায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার লোহাগড়া থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এমামুল হাসান বাদী হয়েছেন।