শাহজাদপুরের এমপি স্বপনের জামিন লাভ

13
11

স্টাফ রিপোর্টার

অর্পিত সম্পত্তি আইনের মামলায় স্বাক্ষর জাল করে জাল আম-মোক্তারনামা আদালতে দাখিলের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জ- ৬ আসনের (শাহজাদপুর) সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন জামিন নিয়েছেন।

রোববার দুপুরে শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট হাবিবুর রহমান তাকে ৫ হাজার টাকা বন্ডে জামিন দেন বলে আসামী পক্ষের আইনজীবি এ্যাড: বিমল কুমার দাস জানান।

সমন প্রাপ্তির পরেও আদালতে হাজির না হওয়ায় এ মামলার অপর আসামী শাহজাদপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত।

আগামী ৯ সেপ্টেম্বর এ মামলার পরবর্তি তারিখ ধার্য্য করা হয়েছে। সিরাজগঞ্জের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল-৩ এ বিচারাধীন ২০০০/১২ নং মোকদ্দমায় ওকালতনামায় সই জাল ও জাল আম-মোক্তারনামা আদালতে দাখিল করার অভিযোগে ২৫ জুলাই শাহজাদপুর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় দলিল লেখক আ: রশিদ ও সাংসদ হাসিবুর রহমান স্বপনকে আসামী করা হয়।

শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতের বিচারক আসামীদের বিরুদ্ধে দন্ড বিধির ৪৬৫/৪৬৮/৪৭১ ধারায় অভিযোগ আমলে নিয়ে আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন।