নড়াইলের কালিয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

9
29

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁচুড়ি বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও গ্লোবাল স্টান্ডার্স ফুডস্ এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ইমাদুল হক খান। এসময় কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্যা, বিমল রায়, বৃন্দাবন সাহাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইমাদুল হক খান বলেন, গত ৯ আগস্ট স্থানীয় বিডি খবর পত্রিকায় আমাকে জড়িয়ে “নড়াইলে মন্দিরের জায়গা দখলের অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রচারিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আমাদের নিজস্ব দলিলীয় পৈত্রিক জমিতে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মান করা হচ্ছে। মসজিদের পশ্চিম পাশে ও কালী মন্দিরের পূর্ব পাশে সরকারি খাস জমিতে একটি সুগভীর খাদ ছিল, সেটি আমার নিজস্ব প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে বালি দিয়ে ভরাট করে বাজারে ও মসজিদে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করার সময় কিছু লোক আমার বিরুদ্ধে জমি দখলের অপপ্রচার চালায় এবং প্রকৃত ঘটনাকে আড়াল করে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্য করা উদ্দেশ্যে আমার নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিক কাছে অনুরোধ জানান।