শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি মেনে নেয়ায় নড়াইলে আনন্দ র‌্যালী

4
11

স্টাফ রিপোর্টার

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেয়ায় নড়াইল সদর উপজেলার বল্লারটোপ আইডিয়াল কলেজ ও বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আনন্দ র‌্যালি করেছে।
বৃহস্পতিবার (৯ আগষ্ট) বেলা ১১টায় বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম, সমাজ সেবক মো: কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিটি ছিল বাংলাদেশের সকল শ্রেণীপেশার মানুষের প্রাণের দাবি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নেয়ার মধ্যদিয়ে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমে আসবে বলে সকলে আশাবাদী। র‌্যালিতে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।