ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

15
14

স্পোর্টস ডেস্ক

সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী। তামিম ইকবালের ১১তম সেঞ্চুরি ও মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৩০১ রান। এদিকে অধিনায়ক মাশরাফীও ব্যাট হাতে ঝড় তুলেন। জয়ের লক্ষে খেলতে নেমে প্রথমে গেইলের তাণ্ডবে ও পরবর্তীতে পাওয়েলের দুর্দান্ত ইনিংসে ক্যারিবিয়ানরা জয়ের আশা দেখলেও ২৮৩ রানে থেমে যায় জয়ের স্বপ্ন।

এজয়ের মধ্য দিয়ে ৯ বছর পর দেশের বাইরে কোন দুদেশের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সব মিলিয়ে এটি দেশের বাইরে বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০১/৬ (তামিম ১০৩, এনামুল ১০, সাকিব ৩৭, মুশফিক ১২, মাহমুদউল্লাহ ৬৭*, মাশরাফী ৩৬, সাব্বির ১২, মোসাদ্দেক ১১*; কটরেল ১/৫৯, হোল্ডার ২/৫৫, বিশু ১/৪২, পল ০/৭৭, নার্স ২/৫৩, গেইল ০/১৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৮৩/৬ (গেইল ৭৩, লুইস ১৩, হোপ ৬৪, হেটমায়ার ৩০, কাইরান পাওয়েল ৪, রোভম্যান পাওয়েল ৭৪*, হোল্ডার ৯, নার্স ৫*; মাশরাফী ২/৬৩, মিরাজ ১/৪৫, মুস্তাফিজ ১/৬৩, মোসাদ্দেক ০/১০, মাহমুদউল্লাহ ০/২০, রুবেল ১/৩৪, সাকিব ০/৪৫)।

ফলাফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: তামিম ইকবাল

ম্যান অব দা সিরিজ: তামিম ইকবাল